বার্মিংহামের সিরাজাম মুনিরায় পবিত্র শবে বরাত উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারে পবিত্র শবে বরাত উপলক্ষে “শাবানের মধ্য রজনী: করনীয় ও বর্জণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বা’দ ইশা এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরিয়ার প্রখ্যাত ইসলামিক স্কলার সাইয়্যিদ শেখ ফাদি যুবা ইবনে আলী।
সিরাজাম মুনিরার পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজাম মুনিরার পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল হাদীস নর্থওয়েস্টের মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ।
এতে আরো উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরার পরিচালক আলহাজ্জ কাজী নানু মিয়া, ইমাম কারী আহমদ আলী ও ইমাম হাফিজ শামসুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন শাবানের মধ্য রজনী ‘পবিত্র শবে বরাত’ একটি মহিমান্বত ও বরকতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। তাই আমাদের সকলের উচিত এ রাতে জাগ্রত থেকে বেশি বেশি ইস্তেগফার, নফল নামাজ, ও দুআ-মুনাজাত করে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাওয়া। অন্যদিকে বক্তারা এ রাতকে ঘিরে সকল অপসংস্কৃতি থেকে দুরে থাকতে সকলের প্রতি আহবান জানান।