পশ্চিমবাজারে মিললো সয়াবিন তেলের মজুত, দুই দোকানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পবিত্র রমজান মাসে মৌলভীবাজারে মজুত দারের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন।
রোববার (২ মার্চ) রাত ১১টার দিকে শহরের পশ্চিমবাজার কুদরত উল্লাহ সড়কে অবৈধভাবে মজুত রাখায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজ উদ্দিন ও মেজর মেহেদী হাসান।
এ সময় ইমরান এন্ড ব্রাদার্স তেল মজুতরাখায় ৫০ হাজার টাকা ও সোহেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরামানা করা হয়।
মজুত পাওয়া যায়, সয়াবিন তেল – ১ হাজার ৭৩১ লিটার, চিনি- ৪ হাজার ৭৫০ কেজি, ছোলা ২ হাজার ৮৫০ কেজি। মেয়াদোত্তীর্ণ দ্রব্যসামগ্রী মরিচের গুঁড়ো ৩ কেজি, কোমল পানীয় ১ লিঃ – ৬ কেইস।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দীন বলেন, আমরা দেখছি রমজান এলে এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেইগুলোর মজুতদারি দাম বৃদ্ধিসহ নানা কারসাজি তারা করে থাকে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান চলমান থাকবে।