মৌলভীবাজারে মানবতার স্বপ্ন সংগঠনের প্রবাসী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের অভিজাত কাচ্চি কিং রেস্তোরাঁয় এ সংবর্ধনা প্রদান করা হয়।
সমাজসেবক ও এডমিন নানু মিয়ার সঞ্চালনায় ও আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।
সংগঠনের সদস্য সজু মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন লন্ডন প্রবাসী ও সংগঠনের এডমিন মোহাম্মদ শফিউল ইসলাম ফয়সল, লন্ডন প্রবাসী কাচ্চি কিং এর প্রোপাইটার ও সংগঠনের এডমিন শামিম তরফদার, বালুছড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়ের খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নজরুল ইসলাম, লাবু আহমদ, লন্ডন প্রবাসী রাহী আহমদ, এডমিন আলমগীর মিয়া, সজু মিয়া, আব্দুর রহমান পারভেজ, তাজুল চৌধুরী, রাসেল আহমেদ, মঞ্জুরুল ইসলাম, মুহিদ মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী দেশে চালিকাশক্তি, তাঁরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। পাশাপাশি সকল দূর্যোগে প্রবাসীরা সবসময় এগিয়ে আসেন তাই মানবতার স্বপ্ন সংগঠন প্রবাসীদের এই অবদানের জন্য এ সংবর্ধনা প্রদান করে।
পরে প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।