খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতার বাসায় ডাকাতি
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজের বাসায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত বাসার গেইটের তালা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫/২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৬/৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য চেষ্টা চলছে।