বার্মিংহাম লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ৯ মার্চ রবিবার এ মাহফিল সম্পন্ন হয়। লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স পরিচালিত সান্ডওয়েল গ্রান্ড জামে মসজিদে অনুষ্ঠিত বিশাল এ ইফতার মাহফিলে কমপ্লেক্সের শুভাকাংঙ্খী, লাইফ মেম্বার, ফাউন্ডার মেম্বার, আলিম-উলামা, ইমাম-মুয়াজ্জিন সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে কমপ্লেক্সের সার্বিক দিক তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন কমপ্লেক্সের চেয়ারম্যান ও দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স ব্রিটেনে বহুমুখী দ্বীনি খেদমতের এক অনন্য মারকায। সকলের উদার দানে গড়ে উঠা এ প্রতিষ্ঠান আজ ব্রিটেনের গন্ডি পেরিয়ে ইউরোপব্যাপী আলো ছড়াচ্ছে। লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স পরিচালিত দি ব্রিটিশ মুসলিম স্কুল, বোর্ডিং মাদরাসা, ইভিনিং মাদরাসা, উইকেন্ড মাদরাসা সহ স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদ আপনাদের দুআ ও সহযোগিতায় দিনদিন সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।
এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো ব্যাপক এবং বিস্তৃত করতে আমাদের অব্যবহৃত আরো দুটি বিল্ডিং দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করা খুবই প্রয়োজন। এ লক্ষ্যে আগামী ১৮ রামাদান (১৮ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টা থেকে ফজর পর্যন্ত টিভি চ্যানেল এটিএন বাংলা স্কাই ৭৭৭ এ আয়োজন করা হয়েছে ফান্ড রেইজিং অ্যাপিল। এতে সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আশাকরি সাকলের উদার দান ও সহযোগিতায় এবারের ফান্ড রেইজিং সফল হবে। তিনি ব্রিটেনসহ ইউরোপ আমেরিকায় বসবাসরত দ্বীন দরদী সকলের প্রতি এ ফান্ড রাইজিং অ্যাপিল সফল করার আহবান জানান।
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দী ও দি ব্রিটিশ মুসলিমদের স্কুলের শিক্ষক মাওলানা মাহবুব কামাল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কামরুল হাসান চুনু , সেক্রেটারি ফয়জুর রহমান চৌধুরী এমিবিই, কাউন্সিলর জালাল আহমদ, বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি খছরু খান, কমপ্লেক্সের ভাইস প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ, কাজী আংগুর মিয়া, সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান, যয়েন্ট সেক্রেটারি খুরশিদ-উল হক, মোহাম্মদ এমদাদ হোসাইন, বাংলাদেশ ইসলামিক সেন্টার লজেল্স এর প্রেসিডেন্ট আলহাজ্ব আজির উদ্দিন আবদাল,, বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুছ ছবুর। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা গোলজার আহমদ , মাওলানা আখতার হোসাইন জায়েদ, মাওলানা দুলাল আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন আস্টন আলবার্ট রোড জামে মাসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুস শহীদ, মাওলানা আ ফ ম শুওয়াইব, আলহাজ্ব এনাম আহমদ, মাস্টার আব্দুল মুহিত, মাওলানা আব্দুল মুনিম, ইদন আলী (টিপটন), আজাদ মিয়া (টিপটন) ,হাফিজ রুমেল আহমদ , রফিকুল হক লিটন,আব্দুল লতিফ,হাজী সাহাব উদ্দিন, মাওলানা আব্দুল গাফফার ও হাফিজ হোসাইন আহমদ, হাফিজ আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ। মাহফিল শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।