বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আখাইলকুড়া ইউনিয়নের সদস্য গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (০৯ মার্চ) দুপুরে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মো. খালেদ আহমদ আখাইলকুড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মিরপুর গ্রামের বাসিন্দা। সে একই গ্রামের মাম্মদ মিয়ার ছেলে। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোসহ হামলার অভিযোগ রয়েছে। ৪ আগস্ট মৌলভীবাজার শহরে ছাত্র-জনতার মিছিলে নিজের বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলায় নেতৃত্ব দেন।
স্থানীয়রা জানায়, সে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে আওয়ামীলীগের দলীয় প্রভাব কাটিয়ে ইউনিয়নের রাস্তার ইট অবৈধভাবে তুলে নেওয়ার অভিযোগ আছে। সে বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত। সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ আছে। এলাকায় খালেদ বাহিনী নামেও একটি বাহিনী গড়ে তুলেন।
মৌলভীবাজার মডেল থানার এ এসআই মো. রানা মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।