রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বাগত মিছিল
প্রকাশিত হয়েছে : ৫ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

শহর প্রতিনিধি::
মৌলভীবাজারের পশ্চিম বাজার জামে মসজিদ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে ১ মার্চ শনিবার বাদ যোহর আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে এক স্বাগত মিছিল পৌর সভাপতি মাওঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওঃ আল আমিন আহমেদ ফুয়াদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় , বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা প্রচার সম্পাদক মুফতী মাওঃ রুহুল আমীন, মেহমান এর বক্তব্য মুফতী হিফজুর রহমান হেলাল বলেন পবিত্র রমজান মহিমান্বিত মাস, যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে এবং এ মাসেই বদরযুদ্ধ ও ফতেহ মক্কাসহ ইসলামের বড় বড় বিজয় এসেছে।তাই এ বরকতময় মাসে সবাইকে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, জেলা অফিস সম্পাদক মৌলভী আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, খেলাফত নেতা আলাউদ্দিন, মুক্তাদির হুসাইন, মুসাদ্দেক আহমেদ প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।