ফিসারিজের নামে হাইল হাওরের পরিবেশ বিধ্বংসী প্রকল্প পরিদর্শনে বেলা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের হাইল হাওরের কালাপুর, গিয়াস নগর ও নাজিরাবাদ ইউনিয়নে বড় এক অঞ্চল নিয়ে হবিগঞ্জ এগ্রো লিঃ নামে প্রাণ আরএফএল কোম্পানি গৃহীত প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন বেলার সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর এডভোকেট শাহ্ শাহেদা আক্তার।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে বেলার এই প্রতিনিধি দল সরেজমিনে হাইল হাওর পরিদর্শন করেন।
হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব এম. খছরু চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ এলাহী কুঠি ও বেলার ফিল্ড অফিসার শাফায়াত আহমদসহ হাওর এলাকার কৃষক, মৎসজীবী, ক্ষেত মজুর এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাইল হাওর রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক আতাউর রহমান এবং সদস্যসচিব কাজী এমদাদুর রহমান মঞ্জুর অভিযোগ করেন, হাওর পরিবেশ বিরোধী এ প্রকল্প জনসাধারণের ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হাওর থেকে ব্যুরো ধান নিয়ে আসতে বাধা তৈরি করছে। প্রকল্পের বিরুদ্ধে কথা বললেই কোম্পানির স্থানীয় শ্রেণির দালালের সহযোগিতায় কোম্পানীর ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা গরীব কৃষকদের হুমকি দিচ্ছেন এবং ইতোমধ্যে মিথ্যা অভিযোগে মামলা করে নানা ধরনের হয়রানি করছেন।
কৃষক নেতা খায়রুল ইসলাম বলেন, প্রাণ কোম্পানি বিভিন্ন ব্যক্তি থেকে অল্প পরিমাণ জায়গা ক্রয় করলেও প্রকল্পের অধীনস্থ করা দুই-তৃতীয়াংশ ভূমি সরকারের খাস জমি এবং গরীব কৃষকদের থেকে জোর করে অথবা জাল দলিলমূলে দখল করা হয়েছে। আমরা তথ্য প্রমাণ সহ ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। প্রকল্পের পরিবেশ বিনাশী কার্যক্রম নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে সরকারের কাছে হাইল হাওরের পরিবেশ বিনাশী এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন। কিন্তু কোন মহল এবিসয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।#