ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আল ইসলাহর বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ফিলিস্তিনে মুসলমানের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহ।
রবিবার (১৩ এপ্রিল) মৌলভীবাজার শাহ মোস্তফা রহ. দরগাহ জামে মসজিদ থেকে বাদ যোহর বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিলে অংশগ্রহন করেন জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মুফতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, আল ইসলাহ নেতা কাজী মাওলানা নাসির আহমদ, মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল।
মিছিল পরবর্তী সমাবেশে সদর উপজেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা কাজী কবির আহমদ তালুকদার এর সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান খান নবীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, জেলা তালামীয এর সাধারণ সম্পাদক ছাত্র নেতা নাসির খাঁন, আবুল উলাইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ।
মিছিলে ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন। মুসলমানের রক্ত বৃথা যেতে দেবোনা এবং ইসরায়েলী পণ্য বয়কটের আওয়াজে শহর মুখরিত হয়। বক্তব্য শেষে সদর উপজেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা আসহাব আলী আনসারীর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।