মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের ১১নং মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৯মার্চ) মোস্তফাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জেলা জামায়াতের সাবেক আমির,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, মৌলভীবাজার সদর উপজেলার আমির জনাব মোঃ ফখরুল ইসলাম,পৌরসভা পেশাজীবি বিভাগের সেক্রেটারি সৈয়দ আলমগীর হোসেন,মোস্তফাপুর ইউনিয়ন সেক্রেটারি গোলাম মৌলা সাজু,ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন জামায়াতে দায়িত্বশীল মোঃ আব্দুল মুহিত, এছাড়াও উপস্তিত ছিলেন মোঃ সুমন আহমদ,শামীম আহমদ,মোঃ মহসিন আহমদ,সালেহ আহমদ সুমন,কাজী ফাহাদ আহমদ,মোঃ রুমন আহমদ সহ অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
বিশেষ অতিথি জনাব মাওলানা হারুনূর রশিদ তালুকদার বলেন রমজান মাস শ্রেষ্ঠ মাস। এজন্যই শ্রেষ্ঠ যে, এ মাস আল্লাহর তা’য়ালার হিসাব গ্রহণে শ্রেষ্ঠ মাস। আর এ মোবারক মাসে মহান আল্লাহ তা’য়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এ মাসে বরকতকে কাজে লাগিয়ে সকলকে আত্মগঠন ও তাক্বওয়া অর্জনে ব্রতী হতে হবে। তিনি মাহে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথি আব্দুল মান্নান বলেন রমজান মাসের মর্যাদা সম্পর্কে পবিত্র কালামে হাকিমে বলা হয়েছে, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল কুরআন নাজিল করা হয়েছে; যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী। আর রমজান মাস এমন একটি মাস যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আর উন্মুক্ত করা হয় জান্নাতের দরজাগুলো। হাদিসে কুদসীতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তা’য়ালা বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেবো। অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রমজান মাসে রোজা রাখতে আল্লাহ তা’য়ালা তার অতীতের সকল গোনাহ মাফ করে দেবেন। তাই মাহে রমযানে আমাদের উদাসীন থাকার সুযোগ নেই বরং রমযানের মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিতে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। প্রতিদান স্বরূপ আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান। অবশেষে ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম জানান প্রায় ৫ শতাধিক মানুষকে নিয়ে ইউনিয়নের ইতিহাসে সুশৃংখল একটি ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।