‘ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে মানুষের অধিকার প্রতিষ্ঠার কোন প্রচেষ্টা চালানো হয় নাই’
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, এই জনপদের ক্ষমতার পালাবদল হয়েছে। মানুষের ভোটের সংসদ হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যত কোন প্রচেষ্টা চালানো হয় নাই। যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। সুতরাং এই জাতির মুক্তির জন্য এখন একটাই পথ খোলা আছে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করা। ইসলামী দল ও মহলকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এটা হবে আদর্শিক ঐক্য। ইসলামী শাসন প্রতিষ্ঠার ঐক্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঐক্য। একটা ইসলামী বিপ্লবের ঐক্য।
বুধবার (১৯ মার্চ) মৌলভীবাজার শহর খেলাফত মজলিসের আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আহমদ বিলাল ও জেলা সভাপতি ফখরুল ইসলাম নোমানী।
মুহাম্মদ মুনতাসির আলী আরো বলেন, বাংলাদেশ শতাব্দীর অর্ধ পেরিয়েছে। স্বাধীনতার এতো বছর পর এখনো নারীর চিৎকারে মাতম হয়। এখানো মানুষের অধিকার নিয়ে কথা বলতে হয়। স্বাধীনতার এত বছর পর পর আমাদের কি অর্জন। এত বছর যে দেশে শাসন হয়েছে এটাকি তবে সুশাসন ছিল না। স্বাধীনতার এত বছর পর এখন আমাদের গৌরবের এখন একটা যে আমরা জাতি হিসেবে টিকে আছি। এছাড়া আমাদের গৌরবের আর কিছুই নেই। ৫৪ বছরের এই ইতিহাসের এই জাতিকে বিচারহীনতার সংস্কৃতির দিকে ঠেলেদেয়া হয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি সামাজিক অন্যায় অবিচার এমন কিছুই বাকি নেই যা এখানে চালু করা হয় নাই। রাজনৈতিক দুর্বৃত্তায়নের পরিণত করা হয়েছে। একটি ফ্যাসিস্ট শাসন এখানে প্রতিষ্ঠা করা হয়েছিলো, যা ৫ আগস্ট গণঅধ্যুত্থানের মাধ্যমে মুক্তি মিলেছে।