নিজস্ব প্রতিবেদক::
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) জেলা শহরে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মো. আলী রাব্বি রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নাসির খাঁন এর পরিচালনায় বাদ জোহর শহরের পশ্চিমবাজারস্থ পুরাতন সিনিয়র মাদরাসার সামন থেকে বদর দিবসের র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রুমেল কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে বাদ আছর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মুফতি মাওলানা শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, লতিফিয়া ক্বারি সোসাইটি সদর উপজেলা সভাপতি মুফতি রুহুল আমিন, জেলা আল ইসলাহর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন ইবনে সিহাব, ইউকে প্রবাসী আলহাজ্ব আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক জামাল আহমদ, কেন্দ্রীয় আল ইসলাহর সদস্য কাজী নাসির উদ্দিন, জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক সৈয়দ ইউনূস আলী, প্রচার সম্পাদক শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাসুক, জেলা তালামীযের সাবেক দায়িত্বশীল জহিরুল ইসলাম, সাবেক সভাপতি, জায়েদ আহমদ চৌধুরী, মাওলানা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।