বদর একটি ঈমানি কাফেলার গায়রাতের বিজয়
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী::
বদরের দিন রাসূলুল্লাহ ﷺ তাঁর প্রিয় সাহাবিদের জন্য দুআ করেছিলেন। বলেছিলেন-
اللَّهُمَّ إِنَّهُمْ حُفَاةٌ فَاحْمِلْهُمُ اللَّهُمَّ إِنَّهُمْ عُرَاةٌ فَاكْسُهُمُ اللَّهُمَّ إِنَّهُمْ جِيَاعٌ فَأَشْبِعْهُمْ
“হে আল্লাহ, এরা পদাতিক, এদেরকে বাহন দান করো। হে আল্লাহ, এরা খালি গা, এদেরকে পোষাক পরিদান করাও। হে আল্লাহ, এরা ক্ষুধার্ত, এদেরকে পরিতৃপ্ত করো।” (সুনান আবু দাউদ, ২৭৪৭)
আজ এই উম্মাহ আবারও পদাতিক। বাহন (শক্তি-সামর্থ) নেই। দুনিয়ার চোখে আমরা মূল্যহীন। এই উম্মাহ নগ্নদেহ। পোষাক (ইজ্জত) নেই। উম্মাতের একটি অংশ আক্ষরিক অর্থেই ক্ষুধার্ত। গাযযার শিশুরা দুবেলা খেতে পারছে না। ইয়া মালিকাল মুলক, ইয়া কাদীর, মজলুম এই উম্মাতের তরে তোমার রাসূলের দুআকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো৷ এই উম্মাহকে হিম্মত দাও, শক্তি দাও, দাও ইজ্জত, যালিম থেকে নিরাপদ রাখো, নিবারণ করো ক্ষুধার কষ্ট।
বদরকে আমাদের জন্য প্রেরণা বানাও৷ আমরা যেন বুঝতে পারি, বদর কেবল একদিনের লড়াইয়ের বিজয় নয়। বদর একটি ঈমানি কাফেলার গায়রাতের বিজয়; তোমার নবীর ঘাম ঝরানো মেহনতের বিজয়; ইসলামী দাওয়াতের বিজয়; মক্কার তালীম-তরবিয়তের বিজয়; তায়িফে গড়ানো রক্তের বিজয়; ঈমান বাঁচাতে শত সাহাবির হিজরতের বিজয়; মদীনায় গঠিত সুসংহত উম্মাহ ও সাবলীল প্রস্তুতির বিজয়; সত্যের বিজয়; বদর আল্লাহর দ্বীন কায়িমের স্বপ্নের বিজয়। আমাদেরকে বদরী ঈমানের ছিটেফোঁটা দান করো আল্লাহ।