মৌলভীবাজারে প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

শহর প্রতিনিধি::
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় রেষ্টুরেন্টে প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল এর পরিচালনায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলী, লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবু তাহের, এডভোকেট মোস্তাক আহমদ মম, জামেয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা।