মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা। সোমবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ।
প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের প্রকাশনী ছাড়াও বিভিন্ন প্রকাশনীর বই সহ কুরআন মাজীদ বিতরণ করা হয়। প্রকাশনী সামগ্রীতে ছিল ছাত্রশিবিরের পরিচিতি, সংবিধান, কর্মপদ্ধতি, চাবির রিং, কলম, লিফলেট, জুলাই বিপ্লবের স্মৃতি সম্বলিত ৩ পাতা ও ১ পাতার ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, নোটবুক, পকেট ডায়েরি ও ছোট বড় ডায়েরি, দেয়ালিকা, ছাত্র সংবাদ, মোরা বড় হতে চাই, তরুণ তোমার জন্য, কুরআন এবং হাদীসের বই সহ বেশ কয়েক ধরণের সামগ্রী উৎসবে শোভা পায়।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার প্রচার সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বলেন, ইসলামী ছাত্রশিবির সব সময় গঠনমূলক কাজ করে। এরই ধারাবাহিকতায় শিবির প্রকাশনা উৎসব করেছে। সাধারণ শিক্ষার্থীরা স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘদিন ফ্যাসিবাদী রেজিম ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো সহাবস্থান নিশ্চিত করতে পারেনি। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের আহবানে সাড়া দিচ্ছে যা নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমাদের এই উৎসব আরও ১দিন চলবে। সর্বস্তরের শিক্ষার্থীকে আমাদের উৎসবে শামিল হবার আহবান জানাচ্ছি।
প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি হাফেজ তাজুল ইসলাম, মো. ফখরুল ইসলাম, মুর্শেদ আহমদ চৌধুরী, জেলা সভাপতি নিজাম উদ্দিন, সাবেক জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন, শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ, জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন, শহর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ও সেক্রেটারি আরাফাত রহমান।
প্রকাশনা উৎসবের আয়োজনকারী ছাত্রশিবিরের সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান বলেন, আমরা এই প্রকাশনা উৎসবটি আয়োজন করেছি শিক্ষার্থীদের মেধা, মনন ও যোগ্যতার বিকাশ সাধনের জন্য। আমরা বিশ্বাস করি এখানে যে প্রকাশনা উপকরণগুলো রয়েছে তা শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। আমাদের এখানে বিভিন্ন ধরণের সৃজনশীল বই রয়েছে। বইগুলো যদি আমাদের শিক্ষার্থীদের হাতে যায় তাহলে তাদের সৃজনশীলতার জায়গা আরও উন্নত হবে।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমাদের প্রকাশনা উৎসব ছাত্রসমাজের মাঝে একটি সৃজনশীল উৎসবের বার্তা পৌঁছে দিবে। এই উৎসবের মধ্য দিয়ে আমরা অভিভাবক সমাজ, ছাত্রসমাজ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। আমাদের কাজ কি, আমরা কি চাই, কেমন বাংলাদেশ চাই। আমরা আশা করি আপনারা যদি আসেন আমাদের এই উৎসব সাফল্যমন্ডিত হবে। এবং একই সাথে আপনাদের চিন্তার জায়গাটা, সৃজনশীলতার জায়গাটা আরও বেশি উন্নত হবে বলে আমি মনে করি।