শ্রীমঙ্গলে আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের মহসিন অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ, আব্দুল মোছাব্বির, আলকাস মিয়া, মকবুল হোসেন, সাইদুল ইসলাম শাহেদ, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মকবুল হোসেন, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুব নেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষক দল নেতা তাজু মিয়াসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা ও দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।