আল্লাহ আকবর ধ্বনি প্রতিবাদের এটমবোম -হাফিজ সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
হাফিজ সাব্বির আহমদ::
আল্লাহু আকবার। পৃথিবীর সর্বোচ্চ উচ্চারিত ও শক্তিশালী শব্দ। এটি ইবাদাতে, শক্তি সঞ্চয়ে, প্রতিবাদ-প্রতিরোধে ব্যবহৃদ শব্দ। ইসলামি সংস্কৃতির সর্বশ্রেষ্ট প্রতীক। এ শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহ বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। কুরআন ও হাদিসে আল্লাহু আকবার শব্দের বহুল ব্যবহার আছে। আল্লাহু আকবার ধ্বনি কাফির, মুশরিক ও জ্বালিমের বুকে আগুন ধরিয়ে দেয়। এ শব্দ প্রতিবাদের এটমবোম।
পৃথিবীর শ্রেষ্টতম আহবান আজান শুরু হয়েছে আল্লাহু আকবার ধ্বনিতে। আল্লাহু আকবার ধ্বনিতে মানুষকে আল্লাহর পথে আহবান করা হয়। বহুত্ববাদ, ত্রিত্ববাদ, স্রষ্টার অংশিদারিত্বের বিশ্বাস ও তেত্রিশ কোটি শিরকি আকিদা থেকে থেকে মানবজাতিকে মুক্ত করে। এটা সকল বিশ্বাসী মুসলমানের পরিভাষা। যা হৃদয়ে শক্তি সঞ্চার করে এবং ঈমান বৃদ্ধি করে। বাতিলের মনে শংকা সৃষ্টি করে।
সুলতানে সিলেট হযরত শাহজালাল মুর্জারাদে ইয়ামনি (রহ.) এর অন্যতম সহচর সিপাহসালার হযরত নাসির উদ্দিন (রহ.) এর কণ্ঠে উচ্চারিত আল্লাহু আকবার আজানের ধ্বনিতে হিন্দু রাজা, পাপিষ্ট গৌড় গোবিন্দের প্রাসাদ ভেঙে খান খান হয়েছিল। সিলেটের জমিনে তৌহিদ ও রিসালাতের আলো জ্বরে উঠেছিল।
কিন্তু ইসলাম বিদ্ধেষী ও সেক্যুলার রাজনীতির ধারক-বাহকরা আল্লাহু আকবারের ধ্বনিকে সহ্য করতে পারে না। এ ধ্বনি তাদের মানসপটে হিংসার আগুন জ্বালিয়ে দেয়। নিচক মানবরচিত মতবাদ বাস্তবায়ন করতে গিয়ে তারা আল্লাহু আকবারের মহিমা ভুলে গিয়েছে। এই অন্ধ ও তালাবদ্ধ হৃদয় তাদের অন্ধকারের অতল গহবরে নিয়ে যাচ্ছে।
প্রতিটি মুসলিম কিংবা অমুসলিম দেশেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিবসের সূচনা হয়। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন বিশ্বাসী মুসলমানরা। পৃথিবীর সকল দেশেই মসজিদগুলোতে ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে হয়। আর আজানের শ্রেষ্ঠত্বই হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি। পৃথিবীতে যতদিন মুসলিম থাকবে, মসজিদ থাকবে ততোদিনই আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে।
হযরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানা থেকে ইসলামের সকল যুদ্ধে আল্লাহু আকবারের ধ্বনিতে উচ্চারিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদ্বিয়াল্লাহু আনহুম আল্লাহু আকবার বলেই যুদ্ধে বিজয় লাভ করেছেন। দুনিয়ার দিকে দিকে ইসলামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে। প্রতিটি ওয়াক্তের নামাজে তাকবিরে তাহরিমা থেকে শুরু করে রুকু, সেজদায় আল্লাহু আকবার বলতে হয়। এককথায় মুসলামানদের জীবনের প্রতিটি পরতে পরতে এ নামের মহিমা ও ধ্বনি বহমান। আল্লাহু আকবারের ধ্বনিতেই আবার বিজয়ী হবে বিপ্লবী মুসলমান। পৃথিবীতে বইবে আবার শান্তি ও সুখের ধারা। নারায়ে তাকবির, আল্লাহ আকবার। ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালাকে বাদ।