পূর্বদিকের সহকারি সম্পাদক রেদওয়ান ফুলেল শুভেচ্ছায় সিক্ত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

বুধবার (২২ জানুয়ারি) সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনাস্থ পূর্বদিক পত্রিকা কার্যালয়ে আসলে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাবের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি অশুক কুমার দাশ, দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী, দেশটিভি জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, খবরপত্র জেলা প্রতিনিধি শ. ই সরকার জবলু, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আব্দুর রব, যুগান্তর ও এসএটিভি’র জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ডিবিসি নিউজ ও কালবেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, সকালবেলা ও পূর্বদিক স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম রিয়াদ, ফাইনান্সিয়াল পোস্ট জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম সুলতান, সময়ের কণ্ঠস্বর জেলা প্রতিনিধি অলি আহমদ মাহিন প্রমুখ।