গাজী মারুফ আহমেদের মৃত্যুতে লন্ডনে শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গাজী মারুফের মৃত্যুতে যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে পুর্ব লন্ডনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মহসিন বখত দিপলুর পরিচালনায় ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মাহফুজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা টিপু আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, যুক্তরাজ্য বিএন পির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আহমদ, যুক্তরাজ্য বিএন পির দপ্তর সম্পাদক সেলিম আহমদ, ইষ্ট লন্ডন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসরুর সুহেল, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, তাজুল ইসলাম, মহসিন বখত দিপলু, ফখরুল ইসলাম , মনজুর আহমদ , আব্দুল কাইয়ুম সমু, বদরুল ইসলাম , মাঈনুল ইসলাম। জেহাদুল হক চৌধুরী রাজন, সুমন আহমদ, ফরমার ছাত্রদলের সভাপতি মিলাদ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক এস এ আফজাল, সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, সহ সভাপতি আব্দুল মুত্তাকিন শিপলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এস আর রাব্বি, দপ্তর সম্পাদক সারওয়ার আহমদ চৌধুরী জীবন, সহ সাধারণ সম্পাদক জাহীদ হাসান, সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক নুরুল হাসান, সহ সাধারণ সম্পাদক নাহিয়ান জায়গীরদার, যুগ্ম সম্পাদক সাদিক মিয়া, যুগ্ম সম্পাদক মামুন রহমান, যুগ্ম সম্পাদক দুলাল আহমদ জুমান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মিজু, সহ সাংগঠনিক পারভেজ আহমদ, মানবধিকার সম্পাদক কাজী মোহাম্মদ ইমদাদ, কোষাধ্যক্ষ শাকিল আহমদ, সহ কোষাধ্যক্ষ আরিফ হোসেন, প্রচার সম্পাদক শিফন মিয়া সদস্য ময়নুল ইসলাম, সদস্য মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তার তাদের বক্তব্যে সদ্য প্রয়াত গাজী মারুফ আহমেদের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভার শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।