মৌলভীবাজারে রং তুলিতে জিয়াউর রহমানকে স্মরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কেউ আঁকছেন দেশের ছবি আবার কেউ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যকে ফুটিয়ে তুলছেন রং তুলিতে। কেউ আবার ফুটিয়ে তুলছেন একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের দৃশ্য। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে এমন ব্যতিক্রম আয়োজন করেছে জিয়া স্মৃতি পাঠাগার।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বয়স শিশু আর কিশোরর এতে অংশ নিয়ে আনন্দ আর উচ্ছাস প্রকাশ করছেন। দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ছাত্রী তানিয়া বলেন, এখানে অংশ নিয়ে অনেক ভাল লাগছে। আমি গ্রামের দৃশ্য একেছি।
পড়ালেখার পাশাপাশি এরকম সৃজনশীল কাজের বৃদ্ধি পায় শিক্ষার্তীদের বুদ্ধিভিত্তিক চর্চা। তাই এরকম আয়োজনের প্রশংসা করছেন তারা। অভিভাবক জাহানারা বেগম বলেন, আমার বাচ্চা আগ্রহ আর আনন্দ দেখে এখানে নিয়ে এসেছি। আমাদের সময় এরকম ড্রয়িং এর সুযোগ পাইনি। তাদের এই সৃজনশীলতা ধরে রাখার জন্য এরকম উদ্যোগ আরো প্রয়োজন।
প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। সামনের দিনেও এরকম ব্যতিক্রমী কাজ করার কথা জানালেন আয়োজকরা।
জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান বলেন, তিনটি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর দেড়শত শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগের তিনটি পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের জন্য ছিলো সনদ ও উপহার। মূলত জিয়াউর রহমান সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে আমাদের এই আয়োজন।
চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্বোধন করেন জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা সভাপতি সিনিয়র আইনজীবি এডভোকেট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।