মৌলভীবাজারে যুব প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারী) বিকালে যুব উন্নয়ন অধিদপ্তদের উদ্যোগে মৌলভীবাজারের গোমড়া এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইকবাল নাছির, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ ও আত্মকর্মী ফজলু সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিউটিফিকেশন, ওয়েল্ডিং, মৎস্য চাষ ও আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদ ও ভাতা বিতরণ এবং গবাদিপশু, হাস-মুরগিপালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।