এবার আগের মতো ভোট হবে না- সিইসি নাসির উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা সঠিক ভোটার তালিকা চাই। এজন্যে বাড়ি বাড়ি যেতে হবে, কোন প্রতিষ্ঠানে গিয়ে তালিকা করলে হবে না। সবার দায়িত্বশীল আচরন করতে হবে। দুই জায়গায় যাতে ভোটার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোন দল, কোন গোষ্ঠি বা কোন ব্যাক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নি। আমরা নেমেছি সুষ্ঠূ নির্বাচন দেয়ার জন্য। মানুষ যাকে ভোট দিবে, সে জিতবে।
তিনি আরো বলেন, ভয়ের কোন কারন নেই, আগে ফেবার না করলে চাকুরী নিয়ে টান পড়তো। অফিসাররা যখন কাজ করতো তখন কাউকে কাউকে ফেবার করার কথা বলা হতো। ফেবার না করলে অসুবিধা হতো। এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো। এবার আগের মতো ভোট হবেনা। আমরা সর্তক করে দিচ্ছি এব্যাপারে অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবেনা।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকাল ১১ টায় শহরের বেঙ্গল কনভেশন হলে “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, স্থানীয় জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তী যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। দিনব্যাপী কর্মশালায় মৌলভীবাজার তথা সিলেট বিভাগের অপর তিন জেলার (সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) জেলা-উপজেলা কার্যালয়ের অফিসারসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।