হাজী ছিদ্দেক আলী কেজি স্কুলের রজতজয়ন্তীতে নবীন-প্রবীণের মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া গ্রামের বিদ্যাপীঠ হাজী ছিদ্দেক মিয়া আদর্শ কে.জি স্কুলের ২৫ বর্ষে পদার্পণ করেছে। রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী নবীন-প্রবীণ শিক্ষার্থী শিক্ষকদের মিলন মেলার আয়োজন করা হয়।
শুরুতে সকাল ৯টায় রজত জয়ন্তীর টি-শার্ট উন্মোচনের পরপর আনন্দ র্যালি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ পর্বে স্থানীয় খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী সভাপতিত্ব করেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী সাম্মু চৌধুরী ও হাফেজ জুবায়ের আহমদে এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ, সাহিত্যিক প্রফেসর মামুনুর রশিদ। এতে প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকারি মহিলা কলেজের প্রভাষক প্রিয়া রানী এস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুর রহমান, কবি মুজিবুর রহমান, শিক্ষানুরাগী মুসা মিয়া, আমিরুল ইসলাম সাহেদসহ বিদ্যালয়ের অনেক প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী।
উপস্থিত বক্তারা- প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান প্রয়াত রাজা মিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উনার হাতেগড়া স্কুলটির ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।