মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির সভাপতি পূজা, সাধারণ সম্পাদক মুবিন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সংগঠন ’মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি (এমডিএস)’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পূজা নাথ কণিকা ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মুবিন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ৪০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি :ফাইয়াজ ওয়াসি,মনজুর হাসনাত তানভীর, অনুরাগ রয়, যুগ্ম সাধারণ সম্পাদক : অর্পিতা দেব, সহ সাধারণ সম্পাদক :আহবাব হাসনাত লাবীব, কোষাধ্যক্ষ : এ আর রুমান, সহ কোষাধ্যক্ষ : মো. জিকরুল আকওয়া খান, বিতর্ক সমন্বয়ক : প্রশান্ত মল্লিক বিকাশ, সহ বিতর্ক সমন্বয়ক : মো. তাহসিন উল আজিজ, সাংগঠনিক সম্পাদক : মাহাথির মালেক চৌধুরী, নোমান আহমেদ ইনসান, সহ সাংগঠনিক সম্পাদক : সৈয়দা তাকিসিন হোসেন, স্টাডি সার্কেল সেক্রেটারি: মোঃ পাভেল আহমদ, সহকারী স্টাডি সার্কেল সেক্রেটারি: সুয়েব আহমেদ আরাফ, আইটি এবং প্রকাশনা সম্পাদক : ফাহিম আহমেদ রুহান, সহকারী আইটি এবং প্রকাশনা সম্পাদক: মেহেদী তালুকদার সামি, সহকারী আইটি এবং প্রকাশনা সম্পাদক: মাহমুদুর রহমান মুহিন, প্রচার সম্পাদক : পলাশ পাল, সহকারী প্রচার সম্পাদক: রামিশা তাবাসসুম, অফিস সম্পাদক : সুষ্মিতা পাল, সহকারী অফিস সম্পাদক: মোঃ মারজান চৌধুরী জাহান, খাতুনে জান্নাত আতিকা, কার্যনির্বাহী সদস্য:বৃষ্টি দেব, পিনা ইসলাম, মোঃ তামজিদ আহমেদ, তাজকিয়া, বেলাল আফরিন, ইনসিয়া হক জুহা, নাফাজ ইসরাত, স্নেহা, মোঃ সানি,সুমাইয়া মিম, আমরান হোসেন, দিগন্ত ঘোষ, অর্ক দেব, শারমিন মুন্নী, ইফফাত রফিক মিথিলা, সুস্মিতা দেব সিনিয়র কার্যনির্বাহী সদস্য: সুদিপ্তা পাল এবং ঐশি দাস।
উলেস্নখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজার সুইচ গেইট সংলগ্ন মাঠে সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিএস’র মডারেটর ফয়সাল আহমেদ, এমডিএসের সাবেক সভাপতি মোমতাহিন চৌধুরী , সাবেক সহ সভাপতি আলমগীর সিদ্দিক, শাওন সাগর মল্লিল,রাইয়ান রাহি, সাবেক সাধারণ সম্পাদক শান্ত দাশ, মানতাকা পৌষি এবং সদ্য সাবেক সভাপতি মোঃতারেক। উক্ত অনুষ্ঠানে ৭ম অন্ত-এমডিএস বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় যেখানে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘সাইক্লোন’ ও রানার আপ হয়েছে ‘টিম ফিনিক্স’।