কুলাউড়া থানায় ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা, ভিডিও ভাইরাল
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়ায় এক যুবদল নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়েছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় থানায় ঢুকে পুলিশকে লক্ষ্য করে ‘আওয়ামী লীগের দালাল’ সহ দেখে নেয়ার হুমকি দেন নেতাকর্মীরা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, পুলিশ বলছে ভুলবুঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।
ভিডিওর সূত্র ধরে জানা যায়, গত শুক্রবার (২০ ডিসেম্বর) একটি সিআর মামলায় সাজা ওয়ারেন্টভূক্ত আসামী কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদকে গ্রেফতার করে কুলাউড়া থানার পুলিশ। খবরটি ছড়িয়ে পড়লে তার চাচাতো ভাই কুলাউড়া উপজেলা যুবদলের সদস্য এইচআর জেবুল, ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সুয়েজসহ ছাত্রদল-যুবদলের ৬-৭ জন নেতাকর্মী কুলাউড়া থানায় যান। তারা মোস্তফা মাহমুদকে ছাড়িয়ে নিতে যান। পুলিশ তাদেরকে বেরিয়ে যেতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সুয়েজ এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে ‘আওয়ামী লীগের দালাল’ বলে উত্তেজিত হয়ে পড়েন। পাশে থাকা তার ভাই এইচআর জেবুল, সাদিকুর রহমান তুয়েল, কামরুল ইসলাম লিমন, আবদুল আহাদসহ কয়েকজন পুলিশের দিকে তেড়ে যান এবং হুমকি ধামকি দেন। পরে উপস্থিত কয়েকজন তাদেরকে থানার বাইরে নিয়ে যান।
ব্রাাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রল গের সভাপতি হাবিবুর রশিদ সুয়েজ বলেন, কি কারণে আমার চাচাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে জানতে থানায় গিয়েছিলাম। এসময় এক কন্সটেবল দেখা করতে না দিয়ে গায়ে ধাক্কা দিলে বাকবিতন্ডা হয়। আসলে ভুলবুঝাবুঝি হয়েছিল। পরে ওসি সাহেবের উপস্থিতিতে বিষয়টির সমাধান হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সাজা ওয়ারেন্টভূক্ত এক আসামীর সাথে দেখা করতে সেদিন কয়েকজন এসেছিলেন। এসময় একজন সেন্ট্রির সাথে তাদের কথাকাটাকাটি হয়। পরে তারা এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।