সাদপন্থিদের বিচার ও নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাদপন্থিদের বিচার ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন ওলামা মাশায়েখরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কাছে তারা এ স্মারকলিপি দেন। পরে অনুলিপি মৌলভীবাজারের পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডারের কাছে দেয়া হয়।
স্মারকলিপিতে তার দাবি করেন, টঙ্গীতে গত ১৮ ডিসেম্বর ভোররাতে সাদপন্থিরা দেশীয় অস্ত্র নিয়ে তাবলীগে উপস্থিত মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ৪জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। মৌলভীবাজার জেলা থেকে ওইদিন একটি পক্ষ টঙ্গীতে গিয়ে হামলা জড়িয়েছে দাবি করে তারা পৌর শহরের কাজিরগাঁও মারকাজ মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধ করতে অনুরোধ জানান। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের পাশাপাশি তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন তারা। ওই মারকাজ মসজিদটি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেয়ার দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, দারুল উলুম মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শামছুজ্জোহা, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল মগনী, বরুনা মাদরাসার নাযিম মাওলানা ফখরুযযামান, জেলা মারকাযের মুরব্বি মাওলানা আব্দুর রহিম, আহলে শূরার সদস্য মো. বদরুজ্জামানসহ জেলার বিভিন্ন উপজেলার তাবলীগের মুসল্লিরা।