জামায়াত ক্ষমতায় এলে সীমান্তে ফেলানির লাশ পড়বে না -মোহাম্মদ সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত ক্ষমতায় এলে সীমান্তে ফেলানির লাশ পড়বে না। বাংলাদেশে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না।
আজ (২১ ডিসেম্বর) মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মো. সেলিম উদ্দিন আরো বলেন, রাজনৈতিক দলের কর্মীরা যখন আন্দোলন সংগ্রাম করেও ফ্যাসিস্ট সরকারকে হঠাতে পারে নি তখন এদেশের ছাত্ররা জাতির পালস বুঝতে পেরেছিল। তাদের শ্লোগান, বক্তব্যের ভাষা ছিলো সম্পূর্ণ আলাদা। তাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পুরাতন ধ্যান বিদায় দিতে হবে।
কর্মী সম্মেলনে সকাল ৯টা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে অনুষ্ঠানস্থলে যোগ দেন।
সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।
জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামির আলীর পরিচালানায় অনুষ্ঠানে ইতোমধ্যে নেতাকর্মীরা মঞ্চে আসন গ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় আমির ডা. মো. শফিকুর রহমান।
দুপুর ১টাা পর্যন্ত কর্মী সম্মেলন চলবে।