মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত নির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ পালিত হয়েছে। এসময় প্রতিবন্ধী দিবসে ৬৫টি হুইল চেয়ার, ৩টি টয়লেট, ৩টি কর্নার চেয়ার, পৌল্ডিংওয়াকার ৩টি বিতরন করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।
সদর উপজেলা সমাজ সেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহব্বায়ক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সমাজসেবা বিভাগে সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক আব্দুর রউফ, এনডিডি ও অটিজম সেবা দান কেন্দ্রের ডা: মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে ৬৫টি হুইল চেয়ার, ৩টি টয়লেট চেয়ার, ৩টি কর্নার চেয়ার, পৌল্ডিংওয়াকার ৩টি বিতরন করেন অতিথিরা।