ভারতীয় উস্কানির বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
ভারতের উস্কানি, চট্টগ্রামে মসজিদে হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মূল ফটকের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক আছাদ আহমদ, আরবি প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল, সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, সহকারী শিক্ষক আবুল কাশেম, সহকারী মৌলভী মাওলানা মোজাহিদুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক হাফিজুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহি উদ্দিন, ইমাদ উদ্দিন, মুস্তাকিম আহমদ, তানিম আহমদ, হুসাইন আহমদ, সৌরভ আহমদ ও সায়েম আহমদ রাহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে বলেন, ভারতের উস্কানিতে বাংলাদেশে ইসকন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা চট্টগ্রামের মসজিদে হামলা করেছে। ভারত আমাদের বন্ধু নয়। ১৯৭১ সালে নিজ স্বার্থে তারা বাংলাদেশকে সাহায্য করেছে। ভারত নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না এখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উস্কানি দিচ্ছে।
সাকি-২/৩-ডিসেম্বর