আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচারের দাবি প্রতিবাদী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিবাদী সমাবেশ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের চৌমুহনায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাকিবুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তালেব চৌধুরী। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক হিরণ আহমেদ, জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন পরিষদের সদস্য রাজিব সূত্রধর।
সমাবেশে বক্তারা বলেন, পতিত সরকার দেশে অস্থিরতা তৈরি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায়৷ যা চট্টগ্রামের ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তারা আরো বলেন,বিভিন্ন ঘটনাকে পুঞ্জি করে দেশে মৌলবাদী গোষ্ঠীও নিজেদের স্বার্থ হাসিল করতে চায় অথচ বাংলাদেশ চির বৈচিত্র্যের দেশ। বাংলাদেশের সকল মানুষ যাতে নিজের ধর্ম, নিজেদের মতামত অন্য কারোর ওপর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে স্বাধীনভাবে পালন করতে পারে সরকারকে সেদিকে মনযোগ দেওয়ার আহ্বান জানান।একই সাথে সারা দেশে মন্দির, মাজার, স্থাপনা,ঐতিহ্যবাহী মেলা ইত্যাদি বন্ধের নিন্দা জানান এবং দেশের আপামর জনসাধারণকে আহ্বান জানান সকল প্রকার সাম্প্রদায়িক হামলা, দাঙ্গা রুখে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ হওয়ার।