আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে সাধারণ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে প্রেসক্লাব মোড় চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিল শেষে পরবর্তীতে চৌমুহনা পয়েন্টে সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভুঁইয়া, নাকিব আহমদ মাহি, আহবাব আল হামিদি, শাহ মিসবাহ, জিয়াউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা বলেন, যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একজন আইনজীবী তার এমন কি অপরাধ ছিল যে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এমন অমানবিক, বর্বর কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।