মৌলভীবাজারে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়বানা জানাজা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়বানা জানাজার নামাজ মৌলভীবাজারে আদায় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (২৭ নভেম্বর) বাদ জোহর শহরের পশ্চিমবাজার জামে মসজিদে গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভূইয়া, জাকারিয়া ইমনসহ অন্যান্যরা।
জানাযা পূর্বে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলা মওদূদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।