মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের ২০২৫-২৬ কার্যকালের জন্য দায়িত্বশীল মনোনয়ন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ নভেম্বর) রাতে হিলালপুর এলাকায় ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ান জহিরুল ইসলাম জাকির।
সম্মেলনে মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সভাপতি ও গোলাম মাওলা সাজুকে সেক্রেটারি মনোনীত করা হয়। এছাড়া সহকারী সেক্রেটারি মোঃ শামীম আহমদ ও মোঃ মহসিন আহমদকে করে ৪০ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
নব মনোনীত ইউনিয়ন সভাপতি বলেন, আল্লাহর আইন ও রাসূল সাঃ এর আদর্শ সমাজে বাস্তবায়ন হলে মানুষের চূড়ান্ত মুক্তির পথ হবে,আখেরাতকে সামনে রেখে দুনিয়ার জীবনের সকল কাজ করা ও সকল অবস্থায় আল্লাহর সাহায্য চাওয়া, ইউনিয়নের সকল মানুষের কাছে ইসলামের সুমহান আহ্বান পৌঁছে দিয়ে মোস্তফাপুর ইউনিয়নের ইসলামের আন্দোলনের বিপ্লবের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার ইসলামী আন্দোলনের বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ,আগামী সেশনের মধ্যে ইউনিয়ন কে ইমারত শাখায় রুপান্তর করতে সকল জনশক্তিকে ময়দানে সক্রিয় কাজ করার আহব্বান করেন। আগামী বছরের মধ্যে সকল ওয়ার্ড ও গ্রামে ১০০ সদস্য বিশিষ্ট করে কমিটি বাস্তবায়ন করা হবে।