জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স কতৃক আর্থিক অনুদান বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স কতৃৃক প্রবাসীদের সহায়তায় বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে আল-ফালাহ ইসলামিক একাডেমী মিলনায়তনে ১ লক্ষ ২০ হাজার টাকার অনুদান বিভিন্ন মসজিদে বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে খালেদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জালালাবাদ এসোসিয়েশন কাতারের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন, আজিম উদ্দীন, দুলান আহমদ, ইমরান আহমেদ, সোয়ুবুর রহমান, এ.আই তাহসানসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।