ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শমসেরগনজ গ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে আলহ্বাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট।
সোমবার সকাল থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চারশত পঞ্চাশ জন পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ক্যাম্প থেকে বিনামূল্যে ঔষধ চশমা ও ছানি পড়া রোগীদের অপারেশন করা হয়।
আলহ্বাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট্রের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের এলাকার অনেক লোক আছেন অবহেলার কারণেই হোক কিংবা অথনৈতিক কারণেই হোক, চোখের যত্নে তারা অবহেলা করেন। কিন্তু চোখ তো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের এলাকায় এতো রুগী পাওয়া যাবে তা ভাবিনি। আমি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানচ্ছি। প্রতিবছর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
ক্যাম্প পরিদর্শন করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চুন্নু, ব্যবসায়ী এখলাছুর রহমান, আলহ্বাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট্রের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ট্রাস্টের পরিচালক মো. জহিরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, জেলা তালামীযের সেক্রোরী নাসির খান, পূর্বদিকের সহকারি সম্পাদক ওমর ফারুক নাঈম প্রমুখ।