অধ্যক্ষ পদোন্নতি পাওয়ায় অধ্যাপক মাহবুবুর রহমান ওসমানীকে ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হাফেজ মাহবুবুর রহমান ওসমানী পদোন্নতি পেয়ে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ায় বিদায়ী সংবর্ধনা দিয়েছে ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজারের সেক্রেটারী নুরুল ইসলামমের সভাপতিত্ব ও মৌলভীবাজার সরকারি কলেজের হিসাবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি অধ্যাপক হাফেজ মাহবুবুর রহমান ওসমানী, কুলাউড়ার ইয়াকুব তাজুল মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক আ.জ.ম হাছান কবির, কুমিল্লা দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম সায়েম, এসআইবিএল ব্যাংকের কর্মকর্তা অমিত দেবরায়, মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সৈয়দা এহসানা রহমান ও রফিকুল ইসলাম।