আখাইলকুড়া ইউনিয়ন আল ইসলাহ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০২৪, ৪:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫নং আখাইলকুড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আখাইলকুড়া ইউনিয়ন হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ সেপ্টেম্বর আখাইলকুড়া ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাও.লোকমান খান নবীন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন এর সঞ্চালনায়-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মাও. মুফতি শামছুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর প্রতিষ্টাতা সাবেক আহবায়ক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা আল ইসলাহের সাধারণ সম্পাদক হাফিজ মাও.এনামুল হক,জেলা আল ইসলাহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও.সিরাজুল ইসলাম মাসুক, প্রধান বক্তার বক্তব্যে রাখেন- মৌলভীবাজার সদর আল ইসলাহ’র সভাপতি মাও.কাজী কবির আহমদ তালুকদার, বিশেষ বক্তার বক্তব্যে রাখেন- মৌলভীবাজার শহর জাতীয় ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাও. মুস্তাফিজুর রহমান বকুল, মাও. আব্দুল হাই দিনারপুরী, হাফিজ দ্বীন ইসলাম চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ৫নং আখাইলকুড়া ইউ পি চেয়ারম্যান শেখ মো. বদরুজ্জামান চুনু, ৫নং আখাইলকুড়া ইউ পি প্রশাসনিক কর্মকর্তা মাও. নাসির উদ্দীন ভূইয়া,ইউ পি আল ইসলাহ নেতা হাফিজ আব্দুল মুকিত,হাফিজ সাজিদ আহমদ,হাফিজ জুয়াহির উদ্দিন, মাও.মো. আব্দুর রশিদ, হাজী মসাহিদ আহমদ, মে. ছায়ফুর রহমান শফি, হাফিজ ইমজাদ আহমদ ইমন, হাফিজ জুয়েল আহমদ রনি,হাফিজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।