বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইসকস’র লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইসকস এর লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করেছে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা-ইসকস।
রবিবার ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজারে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং দেশ-বিদেশি সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মাও: গোলাম হোসেন, উপদেষ্টা মুহিবুর রহমান খান, সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আহমদুর রহমান খান টিপু, সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ খান রাফি, কোষাধ্যক্ষ আবু বকর কয়েস, সহ কোষাধ্যক্ষ নাইম আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমদ, নিবাহী সদস্য ফরহাদ আহমদ, নির্বাহী সদস্য মো: মাছুম মিয়া সদস্য সামিউল আহাদ সামি প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৮শে আগস্ট ২০২৪ ইং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগড় ইউনিয়নের প্রেম নগর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যার প্রত্যেকটি প্যাকেটের মধ্যে ছিল- আলু, পেয়াজ, চাল, ডাল, সোয়াবিন তেল, লবণ, ওরস্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি।