শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন সামছুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহাব উদ্দিন সামছু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জুড়ী উপজেলার জনতা হার্ডওয়্যার ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি নামে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা সামছুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।