ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে নাতে রাসূল (সা:) মাহফিল
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে নাতে রাসূল (সা:) মাহফিলের আয়োজন করেছে লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা।
রোববার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব মৌলভীবাজারের হযরত শাহ মোস্তফা (রহ:) দরগাহ মাদ্রাসায় নাতে রাসূল (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি ছিলেন হযরত শাহ মোস্তফা (রহ:) দরগাহ জামে মসজিদের খতিব ও রাখালগঞ্জ ডি.কিউ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী।
সভাপতিত্ব করেন হযরত শাহ মোস্তফা (রহ:) দরগাহ শরীফের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সভাপতি মো: ফখরুল ইসলাম ও হযরত শাহ মোস্তফা (রহ:) দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মীর্জা শামীম আহমদ।
মাহফিলে নাত পরিবেশন করেন রিসালাহ’র প্রতিষ্ঠাতা প্রধান কবি মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল ও রিসালাহ’র শিশুকিশোর পরিচালক মারজান মুহাম্মদ রুহি। এছাড়াও স্থানীয় শিল্পরী নাত পরিবেশন করেন।