পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বার্মিংহামের সীরাজাম মুনীরা মসজিদে মীলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বার্মিংহামের সীরাজাম মুনীরা মসজিদে মীলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়পীর আব্দুল কাদির জিলানী র. দরবার শরীফ বাগদাদের মুতাওয়াল্লী এবং বড়পীর র. এর বংশধর সায়্যিদ আফীফুদ্দীন জিলানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা শরীফের প্রখ্যাত বুযুর্গ ও মুহাদ্দিস সায়্যিদ মুহাম্মদ ইবনু আলাভী আল মালিকী র. এর জামাতা বিশিষ্ট ইসলামিক স্কলার সায়্যিদ মাআন আল হাসানী, জর্ডানের বিশিষ্ট দাঈ শায়খ ড. সালিহ আল কুর্দী।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ সায়্যিদ আফীফুদ্দীন জিলানী বলেন, সৃষ্টিজগতের প্রতি আল্লাহর সব থেকে বড় রহমত হলেন মহানবী (সা.)। তার জন্মের মাসে আনন্দ-খুশি প্রকাশ করলে অন্তরে প্রশান্তি আসে। মীলাদুন্নবী মাহফিলের মাধ্যমে ঈমান পুনঃজীবিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সায়্যিদ মাআন আল হাসানী বলেন, নবীজিকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। দুনিয়ার সব কিছু থেকে তার প্রতি ভালোবাসা বেশি না হলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। নবীজির মহান আদর্শ অনুসরণের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, নবীজির চারিত্রিক মাধুর্যতা নিজেদের মধ্যে লালন করে ইসলামের সৌন্দর্যকে সকল মানুষের কাছে তুলে ধরতে হবে।
সিরাজাম মুনীরা মসজিদের পরিচালক শায়খ মাওলানা আবুল হাসানের পরিচালনায় এবং আহলুল মাহাব্বাহ ইউকের পরিচালক মুহাম্মদ মাহফুজ আহমদ এর নাশীদের মাধ্যমে সূচীত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালকবৃন্দ (যথাক্রমে) আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব কাজী মো. নানু মিয়া, আলহাজ্ব মো. জসিম উদ্দিন, হাফিয মাওলানা সাব্বির আহমদ, শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রী ইমাম ও খতীব মাওলানা নুরুজ্জামান, মাওলানা বদরুল ইসলাম, উইলস্ট্রীট মসজিদের খতীব মাওলানা হুছামুদ্দীন আল হুমাইদী, লন্ডন থেকে আগত মাওলানা কামরুল ইসলাম, মাওলানা করিমুল ইসলাম, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রীর ইমাম মাওলানা মাহমুদুল হাসান, সিরাজাম মুনীরা মসজিদের ইমাম কারী আহমদ আলী ও হাফিয মাওলানা শামসুল ইসলাম। মাহফিল শেষে মাহফিল মুসলিম বিশ্বের কল্যান ও উন্নতির জন্য দুআ করা হয়।