মৌলভীবাজারের নতুন ডিসি মো. ইসরাইল হোসেন
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলাসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (০৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মৌলভীবাজার জেলার ডিসি হয়েছেন। ম্যাজিষ্ট্রেট থেকে সচিব, সচিব থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ ইসরাইল হোসেন বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছেন।