প্রীতম বেহারী দত্ত- ভালোবাসা মানে
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৪, ২:৫০ অপরাহ্ণ
প্রীতম বেহারী দত্ত
ভালোবাসা মানে
ভালোবাসা মানে মিষ্টতা
এ কেবলি তোমার ভ্রম।
ভালোবাসা মানে হেমলক উদযাপন।
ভালোবাসা মানে হোমারের আত্মার দৃষ্টি।
ভালোবাসা মানে
থলথলে জমিদার উরুপিষ্ট
তরুণীর চোখে নকশাল প্রেমিকের অপেক্ষা।
ভালোবাসা মানে
রিওর জলে বাবার পিঠে বাধা
কন্যার দ্বৈত লাশ।
ভালোবাসা মানে
নাৎসি গণতন্ত্র,
তার চাকায় পিষ্ট
ভোটাধিকারশূন্য পাগলের আকাশ দর্শন।
ভালোবাসা মানে
ফোটায় ফোটায়
ধমনীতে ঢোকা মৃত্যু আক্ষেপ।
ভালোবাসা মানে
সিরিয়া কিংবা গাজা,
মাতৃগর্ভে গুলিবিদ্ধ ফিটাস।
প্রচন্ড এক শব্দ তারপর ধোয়ার নিস্তব্ধতা,
মুখে একরাশ ছাই, হাতে বিক্ষত পুতুল,
খুকি তার মাকে ডাকছে,
ভালোবাসা মানে সেই নির্মল চিৎকার।
ভালোবাসা মানে
মুখোশধারী বিগ ব্রাদার
যার বগলপিষ্ট কোটি প্রলেতারিয়ার
মরণ চিৎকার।
ভালোবাসা মানে স্রস্টার নির্মম পরীক্ষা।
ভালোবাসা মানে
আয়নিয়ানের ঢেউয়ে ভাসা লাশের
পকেটবন্দি নবজাতকের হাসিমাখা ছবি।
ভালোবাসা মানে,
বেকারের পকেটে বেজে ওঠা
প্রেমিকার শেষ ফোনকল
আর, আর তোমার কাছে ভালোবাসা মানে
পেশিবহুল উষ্ণ শরীরের আলিঙ্গন মাত্র।।
প্রীতম বেহারী দত্ত : ৫ম বর্ষ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, দক্ষিন সুরমা, সিলেট