রা সু ল প্রে মে র ক বি তা || হাসান মাহমুদ
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২৪, ৮:০০ পূর্বাহ্ণ
হযরত মুহাম্মাদ
তুমি প্রদীপ্ত রৌশনির দীপ্র-আলোক
প্রণয়খামে পাঠাই লাখো সালাম—
দু’জাহানে তোমার উঁচু মাকাম
তোমার স্তুতি গায় দ্যুলোক ভূলোক—
তুমি মরুভূমির প্রস্ফুটিত ফুল
খুশবুতে মাতোয়ারা বিশ্বলোক—
তুমি পৃথিবীর বাগানে অনন্য অতুল
তোমায় ঘিরে এলো সোনালি সুখ—
তোমার দুরূদের মউজে আশিক
ঠোঁট কাঁপিয়ে জপে তোমার দুরূদ—
দুরূদের জপ যেন মরমি শালিক
দুরূদ আমার মনে প্রশান্তি প্রবোধ—
তুমি মহাবিশ্বের আলোকিত নবি—
তোমার রূপে মলিন আলো-রবি।
আমার রাসুল মুহাম্মাদ
ঠোঁটে ঠোঁটে দুরূদের জপ ডালে ডালে বুলবুল
কোরাস গাইছে পাখি ধন্য মদিনার রাসুল।
ফুটিক্ষেত পার হয়ে দেখা যায় ওই দূর গাঁয়—
মদিনার আশিক রাসুলের প্রেমে যায় হেঁটে যায়!
না দেখে রাসুলের দ্বীন আমরা করেছি কবুল।
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
তিমির-নিকষ কালো রাতে আলো ফোটে
দুরূদের নজরানা বিশ্বাসী মানুষের ঠোঁটে ঠোঁটে!
কাউসারের সাকি প্রেমাস্পদ তুমি হৃদয়ের মূল
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
বাংলার প্রান্তর তোমার দুরূদে আছে মশগুল
আমাদের দুরূদের এ নজরানা করো মকবুল।
তুমি জ্যোতির্ময় নবি মরুসাহারার নিখুঁত ফুল;
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
তোমার তিরোধানে কাঁদে আকাশ ও সিতারা
চৌদ্দ শতাব্দীর মর্মে আজও যে দিচ্ছে নাড়া—
যেন বিরহ ছুটছে দৌড়ে আজও মরুর দুলদুল!
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
রাসুল মুহাম্মাদ
দ্বিখণ্ডিত চাঁদ তোমার চেয়ে দীপ্র নয়
তুমি প্রোজ্জ্বল কুরআনের দীপাধার—
পৃথিবীতে মুহাম্মাদ নামের উঠল জয়
গুটিয়ে গেল তিমির-নিকষ আঁধার—
তুমি এত সুন্দর উপমারও অতুল
তুমি আলোকিত হও প্রেমাস্পদ—
তুমি হও বসুধার প্রস্ফুটিত ফুল
মুমিনের হৃদয়ে শুধু তোমার দরদ—
তোমার কান্নার চোখে কাঁপে আরশ
জিবরাইল নেমে আসেন জমিনে—
পৃথিবী মগ্ন আজও তোমার ঋণে
তোমার আগমনে রোমে নামে ধস—
চারিদিকে উঠে তোমার নামে নাদ—
পৃথিবীতে এলো রাসুল মুহাম্মাদ।
———
রাসুল মুহাম্মাদকে (সা.) নিয়ে কালে কালে বন্দনা, কবিতা ও প্রশস্তি চর্চা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাসুল প্রশস্তির এক অনন্য স্তুতি ও রাসুল প্রশস্তি বাংলা সাহিত্যে হাজির করেছেন কবি হাসান মাহমুদ। তাঁর রাসুলপ্রেমের গদ্য ও কবিতার ধরন স্বতন্ত্র ঘরনায় ঋদ্ধ। নিপুণ কৌশলে তিনি বাক্যের বুননে মোহাবিষ্ট করেন পাঠককে। তিনি একাধারে কবি লেখক ও সম্পাদক। তাঁর সম্পাদিত সাহিত্যের ছোটকাগজ দহলিজ। কবির প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি।