পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কবিতা || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
প্রকাশিত হয়েছে : ৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ
তোমার শহর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
আমার কেবল হয়না যাওয়া তোমার শহর
মন জাহাজে ঢেউ তুলে সব ব্যর্থ নদী;
আমার বুকের গহীন তলে ব্যথার নহর
আছড়ে পড়ে আওয়াজ বিহীন নিরবধি।
পথ না জেনে কেনো এ মন উথাল-পাতাল
কোন সে বাঁশি ডাকছে তারে আকুল সুরে;
কোন ইশারায় মন ঘরে আজ ঢেউ বেসামাল
কার শহরে অচেনা মন একাই ঘুরে।
কোন সায়রে কার জাহাজে পাল উড়েছে
কার শরীরে আকুল ঘ্রাণে মন মজেছে;
কোন নাটাইয়ের সবুজ ঘুড়ি গ্রাম ছেড়েছে
ঠিক মনে নেই কোন সে গানে টেপ বেজেছে।
বুকের ভেতর কেবল যেনো ঝড়ো হাওয়া
তোমার শহর যাবো আমি এটাই চাওয়া।