বন্যার্তদের মাঝে তালামীযে ইসলামিয়ার নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও সহ আশপাশের কয়েকটি এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।