মনু নদীর বন্যার কারণ নিয়ে যা জানালেন সাংবাদিক নাঈম
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মনু নদীর বন্যার কারণ নিয়ে নতুন সব তথ্য জানালেন সাংবাদিক ওমর ফারুক নাঈম। বুধবার (২১ আগস্ট) তিনি তার ফেইসবুক আইডিতে বন্যার কারণ নিয়ে তথ্যবহুল পোস্ট দেন।
পাঠকের সুবিধার্তের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
“মৌলভীবাজারের মনু নদীর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলায় দক্ষিণে উৎপন্ন হয়ে উত্তরমুখী ধারায় প্রবাহিত হয়ে একাধিক ছড়া ও উপনদীর সাথে ত্রিপুরা রাজ্যের নতুন একটি জেলা ঊনকোটি জেলায় মিলিত হয়।এরপর উত্তরমুখী পথে কৈলাশহরের এর পাশ দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে প্রবেশ করে।ত্রিপুরা রাজ্যে মনু নদীর পানি একতরফা নিয়ন্ত্রনের জন্য ত্রিপুরার নলকাটায় কাঞ্চনবাড়ি ও নলকাটার মাঝামাঝি এলাকায় নলকাটা বাঁধ নির্মাণ করেছে। মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় মনু প্রকল্পের (সুইচ গেট) মতো নলকাটা প্রকল্প। সেখানে ভারী বৃৃষ্টি হলেই প্রকল্পের সুইচ গেইট খুলে দিলেই মৌলভীবাজারে বন্যার আশংকা দেখা দেয়। ভেসে যাই আমরা। আজ সকাল ১০ টায় মনু নদীর পানি ভারতের কৈলাশহরে চরম বিপদ সীমা অতিক্রম করেছে। তথ্য সূত্র: পানি উন্নয়ন বোর্ড ও কৈলাশহরের সাংবাদিকরা।