পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন সিকৃবির তারেক আহমেদ
প্রকাশিত হয়েছে : ৯ আগস্ট ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তারেক কৃষি বিষয়ে বিএসসি সম্মান ও কীটতত্ত্বে এমএসসি সম্পন্ন করেন। বাবা-মায়ের কনিষ্ঠ সন্তান তারেক প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। তিনি দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে ২০১২ ও ২০১৪ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাস করেন। অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে গবেষণাকর্মে ব্যাপক আগ্রহ থেকে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফুয়াদ মণ্ডলের সাহচর্যে তাঁর ল্যাবে গবেষণাকাজে হাতেখড়ি হয়। টিস্যু ব্যাগ ব্যবহারের মাধমে পোকা-মাকড় নিয়ন্ত্রণ নিয়ে তাঁর প্রথম গবেষণাপত্রটি তিনি ভারতের মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেন। পরে এ গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। এমএসসি থিসিসের অংশ হিসেবে কাজু বাদামে কীটপতঙ্গের আক্রমণ ও দেশে কৃষকদের প্রথাগত প্রতিকারচর্চা নিয়ে তাঁদের অভিসন্দর্ভ ইন্টারন্যাশনাল জার্নাল অব পেস্ট ম্যানেজমেন্টে প্রকাশিত হয়। এ ডি সায়েন্টেফিক ইনডেক্স ২০২৪ এ সাইনটিস্টদের তালিকায় সিলেট কৃষি বিদ্যালয় থেকে অন্যান্যের সাথে তাঁর নামটিও আসে। এর মধ্যেই মেক্সিকোভিত্তিক কৃষি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড উইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিমিট) এ অ্যাসিস্ট্যান্ট রিসার্স অ্যাসোসিয়েট হিসেবে তাঁর চাকরি হয়। যোগদান করে বাংলাদেশে গম ও ভুট্টা চাষে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ফসলে বিষাক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে সমন্বিত নিরাপদ বালাই ব্যবস্থাপনা প্রসারে কাজ করেন। এখানে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা পান সিমিট বাংলাদেশের কান্ট্রি রেপ্রেসেনটিটিভ বিজ্ঞানী ও গবেষক ড. টিমোথি জে রুপনিক, বাংলাদেশের একজন খ্যাতিমান কীটতত্ত্ববিদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কীটতত্ত্ব বিভাগের প্রাক্তন পরিচালক এবং সিমিট-বাংলাদেশের সিনিয়র কনসালট্যান্ট বিজ্ঞানী ড. সৈয়দ নুরুল আলম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক ড. আব্দুল মুঈদের কাছ থেকে। পাশাপাশি বৃত্তি নিয়ে পিএইচডি করতে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। ইতিবাচক সাড়া পেলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই থেকে। সেখানে তিনি ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট অ্যান্ড এনভাইরনমেন্ট প্রটেকশন সাইন্স এর অধীনে পিএইচডি স্টুডেন্ট হিসেবে ফলে আক্রমনকারী মাছি পোকার (ফুট ফ্লাই) আচরণবৈশিষ্ট্য ও নিয়ন্ত্রণপদ্ধতি নিয়ে গবেষণা করতে গ্র্যাজুয়েট অ্যাসিস্টেন্টশিপ লাভ করেছেন। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারেক আহমেদ ১১ আগস্ট ২০২৪ যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন। তাঁর এ সাফল্যের পেছনে তিনি তাঁর বাবা-মায়ের দোয়া, বড় ভাই শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিক্ষক প্রফেসর ড. ফুয়াদ মণ্ডলসহ অনেকের উৎসাহ-উদ্দীপনার কথা স্মরণ করেছেন।