বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে “হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে “হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ যুহর ইংল্যান্ডের বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম ও খতীব শায়খ সায়্যিদ ফাদী যুবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জর্ডানের শাযিলিয়্যাহ তরীকার বিশিষ্ট বুযুর্গ শায়খ সূফী ইসমাইল কুর্দী হাফিযাহুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার শায়খ আসরার রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অপরিহার্যতার উপর গুরুত্বারোপ করেন। মুসলিম বিশ্বের নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সব মুসলমানদের এখন ঐক্যবদ্ধ থাকা জরুরী। মুসলমানদের জান-মাল এবং সম্মান পরস্পরের জন্য হারাম। কোন মুসলমানকে কাফির বলা থেকে বেঁচে থাকা আবশ্যক।
মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শায়খ ইসমাইল কুর্দী হাফি. এর ভাই শায়খ সালাহ আল কুর্দী, তার ছাহেবজাদা শায়খ আব্দুর রহমান কুর্দী এবং শায়খের সফরসঙ্গীবৃন্দ।
আহলুল মাহাব্বাহ ইউকের পরিচালক মুহাম্মদ মাহফুজ আহমদ এর পরিচালনায় মাহফিলের শুরুতে বিশ্বব্যাপী আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ র. এর দ্বীনী খিদমাতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রীর ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল হাসান। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালকবৃন্দ (যথাক্রমে) আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব কাজী মো. নানু মিয়া, আলহাজ্ব মো. জসিম উদ্দিন, হাফিয মাওলানা সাব্বির আহমদ, মসজিদের ইমাম কারী আহমদ আলী, হাফিয মাওলানা শামসুল ইসলাম।
মাহফিল শেষে গাজা, ফিলিস্তিন, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের জন্য দুআ করা হয়।