মৌলভীবাজার রণক্ষেত্র
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজারে আ’লীগ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
সাংবাদিক সহ আহত অর্ধশত
ফাঁকা গুলি ও টিয়ারশেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ
শিক্ষার্থীদের দখলে ছিল পুরো শহর
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে শিক্ষার্থীদের সাথে আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত ও গুলিবৃদ্ধ হয়েছেন ২ জন। পুরো শহর ২ ঘন্টা সাধারণ শিক্ষার্থীদের দখলে ছিল। বেলা ৩টার দিকে পুলিশ টেয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সরেজমিন দেখা যায়, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী রোববার বেলা ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পৌর শহরের চৌমুহনী পয়েন্টে আশামাত্রই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া করে পুরো শহর তাদের নিয়ন্ত্রণে নেয়। ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের দখলে ছিল পুরো শহর। শিক্ষার্থীরা চৌমুহনী পয়েন্টে যোহরের আযান ও নামাজ আদায় করেন।
এসময় সাধারণ শিক্ষার্থীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সাইন বোর্ড ও সরকারি বিভিন্ন সাইন বোর্ড ভাঙচুর করে এবং সেন্ট্রাল রোড, কোর্ট রোড, শমসেরনগর রোড ও চাঁদনীঘাট রোডে আগুণ ধরিয়ে বিক্ষোভ করে।
বেলা ৩টার দিকে পুলিশ টিয়ারশেল মেরে সাধারণ শিক্ষার্থীদের চত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ শহরের সেন্ট্রাল রোড, কোর্ট রোড, শমসেরনগর রোড ও চাঁদনীঘাট রোডে ফাঁকা গুলি ছুড়ে। পুরো শহরে দোকান বন্ধ করে দেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের মধ্যেও আতংক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি মিছিল শহরের চৌমুহনী ও আশপাশ এলাকায় বিক্ষোভ করে।
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফয়ছল জামান বলেন, ৩৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৬জন হাসপাতালে ভর্তি রয়েছেন।